প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৭:৩২ এ.এম
নারী কেলেঙ্কারিতে বরিশাল কাউনিয়া থানার এসআই মাহবুব ক্লোজড

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে নারী কেলেঙ্কারির ঘটনায় ক্লোজড করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর বেলস পার্ক এলাকায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় এক যুবকের স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন এসআই মাহবুব। ওই নারীকে নিয়ে ঘুরতে গেলে স্বামী রাব্বি খান ও তার বন্ধুরা তাদের হাতেনাতে ধরে ফেলে। তখন উত্তেজিত লোকজনের তোপের মুখে বেলস পার্ক এলাকা ছাড়তে বাধ্য হন এসআই মাহবুব। ঘটনাটি জানাজানি হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। পরে এসআই মাহবুবকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও এসআই মাহবুব হোসেন শিমুলের বিরুদ্ধে একাধিক নারী সম্পর্কিত অভিযোগ রয়েছে। প্রতিবারই কৌশলে ঘটনা ধামাচাপা দিতে সক্ষম হলেও এবার আর শেষ রক্ষা হয়নি। এ ঘটনায় পুলিশ বিভাগের অভ্যন্তরেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাহিনীর ভাবমূর্তি রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com