প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১০:১৯ এ.এম
বিরল উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোদনে জননেতা আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

দিনাজপুর জেলা প্রশাসনের পরিকল্পনা ও দিকনির্দেশনায় ৮ লক্ষ গাছের চারা রোপনের অংশ হিসেবে বিরল উপজেলার পৌরসভাওপ্রতিটি ইউনিয়নে ৭ হাজার টি করে ১২ টি ইউনিয়নে মোট ৯১ হাজার গাছ বৃক্ষরোপণ কর্মসূচি নেন বিরল উপজেলা প্রশাসন। আজ ১৯ জুলাই ২০২৫ ইং শনিবার সকাল ৯.০০ টা থেকে পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে গিয়ে দিন ব্যাপী এই কর্মসূচী পালিত হয়। বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার জনাব ইন্দ্রজিৎ সাহা, মোঃ ইসতিহাক আহম্মোদ, নির্বাহী অফিসার ভুমি, বিরল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সবুর। এসময় সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন দেশ নায়ক তারেক রহমানের আস্তাভাজন বিগত ২০১৮ সালের দিনাজপুর ২ বিরল বোচাগন্জ আসনের সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের মনোনিত প্রার্থী ও আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী গন মাটি ও মানুষের নেতা-জনদরদী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপস্থিত ছিলেন, আ ন ম বজলুর রশিদ কালু, যুগ্ন সাধারণ সম্পাদক,জেলা বিএনপি। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী,বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com