চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে শাহাবাজপুর ইউনিয়নে মাত্র দুই কিলোমিটার কাঁচা রাস্তা ও ৬০মিটিার পাকা রাস্তা সংস্কারের অভাবে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হয়েছে শত শত যানবাহন ও পথযাত্রী। সরজমিনে সোনমসজিদ এলাকা ঘুরে দেখা গেছে সোনামসজিদ চাঁপাইনবাবগঞ্জ সড়কের বিজিবি স্ক্যানার এলাকায় প্রায় ৬০ মিটার দীর্ঘ রাস্তা ভেঙ্গে একাকার হয়ে গেছে। এইটুকু রাস্তায় বেশ কয়েকটি গর্তের সৃষ্টি হয়ে বিপদজনক হয়ে উঠেছে। স্থল বন্দরের পণ্যবাহী শত শত ট্রাক ঝুঁকি নিয়েই চলাচল করছে। রাস্তার একদিকে গর্ত হয়ে পানি জমে থাকছে। একদিক উঁচু ও একদিক নিচু হয়ে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অথচ এ রাস্তা দিয়েই প্রতিদিনই সোনামসজিদের শত শত পণ্যবাহী ট্রাক ও শতাধিক অন্যান্য ছোট বড় যানবাহন চলাচল করছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সড়কের ঐতিহ্যবাহী ছোট সোনামসজিদের পাশ ঘেষে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রী কলেজ হয়ে সালামপুর গ্রাম পার হিয়ে সালাতুন বিল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন যাবত চলাচলের অযোগ্য হয়ে আছে। কোন ধরনের যানবাহন চলাচল করতে পারে না। এমনকি সাধারণ মানুষ পায়ে হেঁটেও যাতায়াত করতে পারে না। এ গ্রামে প্রায় ১৫ হাজার মানুষের বাস। এখানে একটি কলেজ,একটি মাদ্রাসা, একটি শিশু পার্ক,কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। এ রাস্তা দিয়ে শত শত কৃষক মাঠে জমি চাষ করতে যায়। সালামপুর গ্রামের ইব্রাহিম মাস্টার জানান, এ রাস্তা দিযে প্রতিদিন শতাধিক শিক্ষার্থীকে স্কুলে যাওযা আসা করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। শত শত পর্যবেক্ষক এ রাস্তা দিয়েই যাতায়াত করে। কৃষক মুখলেশুর, ব্যবসায়ী আমিরুল ইসলাম,দোকাদদার আতাউর রহমান, শহীদ ক্যাপ্টেস মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলি, সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সহ অনেকেই জানান এ রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। কিন্তু দু:খের বিষয় এ পর্যন্ত রাস্তাটুকুর দেখার কেউ হলো না। আমরা কিছুদিন আগে শুনলাম রাস্তার টেন্ডার হয়েছে। জুন মাসে কাজ শুরু হবে। শুধু শুনে থাকলাম।,জরুরী ভিত্তিতে এই রাস্তাটুকু নির্মানের জন্য আমরা সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। চাঁপাইনবাবগঞ্জ এল,জি ই ডি অফিস সূত্রে জানা গেছে সোনামসজিদ পাশ ঘেষে সালামপুর গ্রামের কিছু অংশ নিয়ে ৯৩৪ মিটার রাস্তার হেয়ারিয়ং করার জন্য ১৪ লাখ ৪২ হাজার ১৪৮ টাকা ব্যয়ে টেন্ডার হয়েছে। গত ১১ জুন কাজ শুরুর কথা ছিল এবং আগামী ১২ ডিসেম্বর শেষ হবার কথা। কিন্তু এখন পর্যন্ত শুরুই হয়নি । এব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুণ অর রশিদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে উপজেলা নির্বাহী অফিসার মো: আজাহার আলি জানান, বিজিবি স্ক্যানারের রাস্তা সংস্কারের কাজ দু্রত শুরু হবে। সালামপুর গ্রামের রাস্তার কথা আমার জানা ছিল না। জানলাম,জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com