প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১১:১৫ এ.এম
অধ্যক্ষ শাহজাহান ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ

ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান ভূঁইয়াকে সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। আজ রবিবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে পুনরায় তার কর্মস্থলে যোগদান করেছেন। এ উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ তাকে উষ্ণ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই অধ্যক্ষের ফেরার খবরে শিক্ষার্থীদের মধ্যেও খুশির আমেজ দেখা যায়। শিক্ষকবৃন্দ জানান, অধ্যক্ষ শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার মান, শৃঙ্খলা ও পরিবেশগত দিক থেকে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। তার প্রত্যাবর্তন নিঃসন্দেহে প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা বলেন, "স্যার ফিরে আসায় আমরা অত্যন্ত আনন্দিত। তার নেতৃত্বে আমরা আবারও একযোগে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে কাজ করব।" অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া সকলের শুভেচ্ছা গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, "আমি সব সময় এই প্রতিষ্ঠানকে পরিবার ভেবেই কাজ করেছি। আগামীতেও শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে নিয়ে কাজ করে যাব।"
উল্লেখ্য, কিছু প্রশাসনিক জটিলতার কারণে তাকে পূর্বে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তদন্ত শেষে সেই আদেশ প্রত্যাহার করা হলে তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com