১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অপচেষ্টা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জায়গা জমি দখলের অপচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দড়িনবীপুর গ্রামের আল আমিন গংদের বিরুদ্ধে। একই এলাকার পার্শ্ববর্তী কালাইগোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোঃ জহিরুল হক অভিযোগ করেন, দিলারপুর মৌজায় তার ১১ শতাংশ জমি প্রায় ২৯ বছর পূর্বে খরিদ সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসিতেছেন। ইদানিং বিবাদী আল আমিন, তার পিতা রুহুল আমীন এবং তার স্ত্রী স্বপ্না বেগম এবং তাদের অন্যান্য ১০/১২জন সহযোগীর একটি দল উল্লেখিত জায়গা জবর দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। ইতিপূর্বে আল আমিনের নেতৃত্বে উল্লেখিত জবরদখলকারীরা উক্ত জায়গাতে গিয়ে জোরপূর্বকভাবে ভোগ দখল করার জন্য জায়গাতে গিয়ে মাটি ভরাটসহ বিভিন্ন নির্মাণ কাজ শুরু করে। এখবর জানতে পেয়ে ভুক্তভোগী জহিরুল হক ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাধা নিষেধ প্রদান করলে উল্লেখিত সন্ত্রাসীগণ ধারালো দা, কোদাল, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জহিরুল হককে খুন করার জন্য তেড়ে আসলে তিনি দৌড়ে বেঁচে গিয়ে প্রাণ রক্ষা পান। তারা উল্লেখিত জায়গা জোরপূর্বক দখল করে নিয়ে যাবে এই মর্মে ভয়ভীতি ও হুমকি প্রদান অব্যাহত রেখেছে। এতে জহিরুল হক বাধা দিলে তাকে প্রাণে মেরে ফেলারও ভয় দেখিয়েছে। উল্লেখিত জায়গাটি জহিরুল হকের নামে খারিজসহ সমুদয় জায়গার খাজনা নিয়মিত পরিশোধও করেছেন তিনি। এব্যাপারে উল্লেখিত আল আমিন, রুহুল আমিন, স্বপ্না বেগমসহ তাদের সহযোগিদের বিরুদ্ধে নরসিংদী সদর সিনিয়র সহকারী আদালত দেওয়ানী মোকদ্দমা নং ৪০৮/২০১১ইং এবং নরসিংদী এম মামলা নং ৯৪৬/২০২১ইং ফৌজদারী কার্য্যবিধি ১৪৫ ধারায় মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বিচারাধীন থাকা অবস্থায় বিবাদীগণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উল্লেখিত জায়গা দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জায়গার মালিক মোঃ জহিরুল হক জানান।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

ঘাতক দালাল নির্মূল কমিটির দুই নেতার বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

নরসিংদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অপচেষ্টা

পোস্ট হয়েছেঃ ১১:১৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জায়গা জমি দখলের অপচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দড়িনবীপুর গ্রামের আল আমিন গংদের বিরুদ্ধে। একই এলাকার পার্শ্ববর্তী কালাইগোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোঃ জহিরুল হক অভিযোগ করেন, দিলারপুর মৌজায় তার ১১ শতাংশ জমি প্রায় ২৯ বছর পূর্বে খরিদ সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসিতেছেন। ইদানিং বিবাদী আল আমিন, তার পিতা রুহুল আমীন এবং তার স্ত্রী স্বপ্না বেগম এবং তাদের অন্যান্য ১০/১২জন সহযোগীর একটি দল উল্লেখিত জায়গা জবর দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। ইতিপূর্বে আল আমিনের নেতৃত্বে উল্লেখিত জবরদখলকারীরা উক্ত জায়গাতে গিয়ে জোরপূর্বকভাবে ভোগ দখল করার জন্য জায়গাতে গিয়ে মাটি ভরাটসহ বিভিন্ন নির্মাণ কাজ শুরু করে। এখবর জানতে পেয়ে ভুক্তভোগী জহিরুল হক ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাধা নিষেধ প্রদান করলে উল্লেখিত সন্ত্রাসীগণ ধারালো দা, কোদাল, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জহিরুল হককে খুন করার জন্য তেড়ে আসলে তিনি দৌড়ে বেঁচে গিয়ে প্রাণ রক্ষা পান। তারা উল্লেখিত জায়গা জোরপূর্বক দখল করে নিয়ে যাবে এই মর্মে ভয়ভীতি ও হুমকি প্রদান অব্যাহত রেখেছে। এতে জহিরুল হক বাধা দিলে তাকে প্রাণে মেরে ফেলারও ভয় দেখিয়েছে। উল্লেখিত জায়গাটি জহিরুল হকের নামে খারিজসহ সমুদয় জায়গার খাজনা নিয়মিত পরিশোধও করেছেন তিনি। এব্যাপারে উল্লেখিত আল আমিন, রুহুল আমিন, স্বপ্না বেগমসহ তাদের সহযোগিদের বিরুদ্ধে নরসিংদী সদর সিনিয়র সহকারী আদালত দেওয়ানী মোকদ্দমা নং ৪০৮/২০১১ইং এবং নরসিংদী এম মামলা নং ৯৪৬/২০২১ইং ফৌজদারী কার্য্যবিধি ১৪৫ ধারায় মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বিচারাধীন থাকা অবস্থায় বিবাদীগণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উল্লেখিত জায়গা দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জায়গার মালিক মোঃ জহিরুল হক জানান।