প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১১:২৫ এ.এম
পাকুন্দিয়া ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের পরকান্দা ঈদগাহ মাঠের সৌন্দর্য্য বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ঈদগাহ কমিটি ও এলাকাবাসী এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে। জানা গেছে, উপজেলার পরকান্দা গ্রামের ছয় শতাধিক মানুষের পবিত্র ঈদের জামাত আদায়ের জন্য ১৯৯৩সনে ঈদগাহ মাঠটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ওই মাঠে পরকান্দাসহ আশপাশের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। সৌন্দর্য্য বাড়াতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মাঠের চারপাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেয় ঈদগাহ কমিটি। এরই প্রেক্ষিতে এলাকাবাসীর সহযোগিতায় শুক্রবার বিকেলে ঈদগাহ মাঠের চারপাশে শতাধিক ফলজ, বনজ ও ওষধি গাছ রোপণ করা হয়। এসময় ঈদগাহের ইমাম মৌলভী শাহাদাত হোসেন জিহাদী, সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক মেহেদী হাসান রায়হান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জেলা সরকারি গণ-গ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন, ইউপি সদস্য জহিরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরকান্দা ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রায়হান বলেন, ‘বৃক্ষরোপণের মাধ্যমে মাঠের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। তাছাড়া এসব গাছ একসময় বড় হবে। তখন মুসল্লিরা পর্যাপ্ত ছায়া ও বাতাস পাবে। এছাড়াও সকলকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ।’ ঈদগাহের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘১৯৯৩ সাল থেকে এই মাঠে প্রতিবছর দুটো ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও গ্রামের কেউ মারা গেলে এই মাঠেই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। গরম মৌসুমে মুসল্লিদের পর্যাপ্ত ছায়া-বাতাস, মাঠের সৌন্দর্য্য বৃদ্ধি এবং সর্বোপরি পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্যই এসব বৃক্ষরোপন করা হয়েছে।’
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com