
কিশোরগঞ্জের করিমগঞ্জের একটি মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি হয়েছে।শুক্রবার,১৮ জুলাই বিকালে করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নে উরদিঘী (মরিচখালী) বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।শুক্রবার, বিকাল সাড়ে ৪ টায় বিষয়টি জানা জানি হয়।মসজিদের মোয়াজ্জিন জাহাঙ্গীর আলম দানবাক্সের তালাগুলো ভাঙ্গা দেখেন।দানবাক্সের টাকা নেই।দান বাক্সের সব টাকা চুরি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে তোলপাড় চলছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এরশাদ উদ্দিন বলেন,মসজিদের দান বাক্সের ২টি তালা ভেঙে টাকা চুরি করে পালিয়ে যায় ওই চোর।