প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১:০৯ পি.এম
ঠাকুরগাঁও সীমান্তে আটক( ৬) জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকায় রবিবার দুপুরে ২০ জুলাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে আটক ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।
বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত এর পাশ দিয়ে তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়।
আটককৃতরা হলেন, মোঃশফিকুল (২৪), মোঃ রোহান (১৯), মোঃ নাইম (১৭), আলামিন (১৭),মোঃ রাসেল (২১) ও মোঃ আনোয়ার (২২)। তাদের বাড়ি একই এলাকায় বালিয়াডাঙ্গী উপজেলায়।
বিজিবি জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করতেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
উক্ত বিষয়ে, ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ বলেন, আমরা (৬) জনকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।’
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com