চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে। শিশু দুই জন হলো শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের উত্তর উজিরপুর মাঝ পাড়া গ্রামের উমর আলির ছেলে আলিম উদ্দিন(১১)ও মুকুল হোসেনের মেয়ে মিম আখতার (১১)। এলাকাবাসীর সূত্রে জানা গেছে আজ রবিবার দুপুর এক টার দুই শিশু তার বন্ধুদের সাথে পাশবর্তী পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ভেসে যায় এবং নদীতে ডুবে যায়। এ সময় অন্যান্য শিশুরা হৈ-চৈ শুরু করলে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয় লোকজন ও ওই দুই শিশুর পরিবার অনেক খোঁজাখুঁজির পর বেলা দুইটার দিকে তাদের লাশ উদ্ধার করে। উজিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com