০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ৮ দফা দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ।। প্রশাসন ভবনে তালা দিয়েছে।

  • শেখ ফরিদ
  • পোস্ট হয়েছেঃ ০১:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 26
জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং  কলেজে ৮ দফা দাবীতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ  ও প্রশাসন ভবনে তালা দিয়েছে আন্দোলন কারী শিক্ষার্থীরা। ২০ জুলাই বিকেলে মেলান্দহ উপজেলা ভাবকি বাজারস্থ জামালপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে পূর্ব ঘোষিত  এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।  কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী শিহাব সিদ্দিকির সভাপতিত্বে বিক্ষোভে বক্তব্যে রাখেন -২য় বর্ষের শিক্ষার্থী  কামরুল হাসান রাব্বি,প্রথমব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমান,
 রায়হান কবির আল আমিন,আল আমিন ইসলাম অনিক,সাকিন আহম্মেদ, শেখ রুবাই,জাহিন আব্দুল্লাহ জিম প্রমুখ।  শিক্ষার্থীদের  যৌক্তিক  দাবি আদায় পর্যন্ত প্রশাসনিক ভবন,ল্যাব ও অন্যান্য ভবনের ঝুলে থাকবে এবং আরো কঠিন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে আন্দোলন কারী শিক্ষার্থীরা।আন্দোলন কারী শিক্ষার্থী রাব্বি, সাকিন,অনিক আল আমিন,জিম রা একথা জানান। জামালপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী শেখ রুবাই বলেন- এতো বড় কলেজে জনবলের খুবই অভাব, অধ্যক্ষসহ মোট ৬ জন শিক্ষক,গেষ্ট শিক্ষক দিয়ে শুক্রবারে ক্লাস নেয়া হয়। কোটি কোটি টাকার মেশিন ও যন্ত্রপাতি ব্যাবহার না করাতে নষ্ট হচ্ছে।বিষয়ভিত্তিক কোন শিক্ষক না থাকায় একই বিষয়ের শিক্ষকদ্বারা কোন মতে ক্লাস চলে। সামনে ৪র্থ ব্যাচ কলেজে ঢুকবে। এখানে বস্ত্র মন্ত্রণালয়ের সিন্ডিকেট ও প্রশাসনের গাফলতির জন্য এমন  হচ্ছে। তাদের ৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবী গুলো হলো
(ক) অতি দ্রুত শিক্ষক সংকট নিরসন করতে হবে এবং দক্ষ শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনা করতে হবে।
(খ) প্রতিটি সেমিস্টার অবশ্যই ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে এবং একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস,পরীক্ষা ও রেজাল্ট প্রকাশ করতে হবে।
(গ) সেমিস্টারের ফলাফল সর্বোচ্চ তিন মাসের মধ্যে গ্রেডসহ প্রকাশ করতে হবে এবং ফলাফল প্রকাশের নির্ধারিত সময় শিক্ষার্থীদের পূর্বেই অবগত করতে হবে।
(ঘ) ল্যাব মেশিনারিজ/যন্ত্রাংশের সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও সংস্কারপূর্বক পর্যাপ্ত ল্যাব এসিস্ট্যান্ট নিয়োগ দিতে হবে।
(ঙ) পর্যাপ্ত বাজেট প্রদান ও সকল প্রকার হিসাব ও একাডেমিক স্বচ্ছ জবাবদিহিতার মধ্যে আনতে  হবে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

ঘাতক দালাল নির্মূল কমিটির দুই নেতার বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ৮ দফা দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ।। প্রশাসন ভবনে তালা দিয়েছে।

পোস্ট হয়েছেঃ ০১:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং  কলেজে ৮ দফা দাবীতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ  ও প্রশাসন ভবনে তালা দিয়েছে আন্দোলন কারী শিক্ষার্থীরা। ২০ জুলাই বিকেলে মেলান্দহ উপজেলা ভাবকি বাজারস্থ জামালপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে পূর্ব ঘোষিত  এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।  কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী শিহাব সিদ্দিকির সভাপতিত্বে বিক্ষোভে বক্তব্যে রাখেন -২য় বর্ষের শিক্ষার্থী  কামরুল হাসান রাব্বি,প্রথমব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমান,
 রায়হান কবির আল আমিন,আল আমিন ইসলাম অনিক,সাকিন আহম্মেদ, শেখ রুবাই,জাহিন আব্দুল্লাহ জিম প্রমুখ।  শিক্ষার্থীদের  যৌক্তিক  দাবি আদায় পর্যন্ত প্রশাসনিক ভবন,ল্যাব ও অন্যান্য ভবনের ঝুলে থাকবে এবং আরো কঠিন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে আন্দোলন কারী শিক্ষার্থীরা।আন্দোলন কারী শিক্ষার্থী রাব্বি, সাকিন,অনিক আল আমিন,জিম রা একথা জানান। জামালপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী শেখ রুবাই বলেন- এতো বড় কলেজে জনবলের খুবই অভাব, অধ্যক্ষসহ মোট ৬ জন শিক্ষক,গেষ্ট শিক্ষক দিয়ে শুক্রবারে ক্লাস নেয়া হয়। কোটি কোটি টাকার মেশিন ও যন্ত্রপাতি ব্যাবহার না করাতে নষ্ট হচ্ছে।বিষয়ভিত্তিক কোন শিক্ষক না থাকায় একই বিষয়ের শিক্ষকদ্বারা কোন মতে ক্লাস চলে। সামনে ৪র্থ ব্যাচ কলেজে ঢুকবে। এখানে বস্ত্র মন্ত্রণালয়ের সিন্ডিকেট ও প্রশাসনের গাফলতির জন্য এমন  হচ্ছে। তাদের ৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবী গুলো হলো
(ক) অতি দ্রুত শিক্ষক সংকট নিরসন করতে হবে এবং দক্ষ শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনা করতে হবে।
(খ) প্রতিটি সেমিস্টার অবশ্যই ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে এবং একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস,পরীক্ষা ও রেজাল্ট প্রকাশ করতে হবে।
(গ) সেমিস্টারের ফলাফল সর্বোচ্চ তিন মাসের মধ্যে গ্রেডসহ প্রকাশ করতে হবে এবং ফলাফল প্রকাশের নির্ধারিত সময় শিক্ষার্থীদের পূর্বেই অবগত করতে হবে।
(ঘ) ল্যাব মেশিনারিজ/যন্ত্রাংশের সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও সংস্কারপূর্বক পর্যাপ্ত ল্যাব এসিস্ট্যান্ট নিয়োগ দিতে হবে।
(ঙ) পর্যাপ্ত বাজেট প্রদান ও সকল প্রকার হিসাব ও একাডেমিক স্বচ্ছ জবাবদিহিতার মধ্যে আনতে  হবে।