প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১:৪০ পি.এম
ঘাতক দালাল নির্মূল কমিটির দুই নেতার বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

মুন্সীগঞ্জে ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল ও বাছির উদ্দিন জুয়েলের বিরুদ্ধে বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক নির্যাতন, নারী নিপীড়ন এবং জমি দখলের অভিযোগ তুলে রবিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা প্রশাসক ও জজকোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অভিযোগ করে বক্তারা বলেন, উজ্জ্বল দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগ থাকলেও, ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকায় এতদিন কেউ মুখ খুলতে পারেনি। বক্তারা আরও অভিযোগ করেন, উজ্জ্বলের বিরুদ্ধে জাল সনদের তথ্য প্রকাশ করায় মুন্সীগঞ্জের ৭ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৪ জনকে কারাবরণ করতে হয় এবং বাকি ৩ জনকে দীর্ঘ ৬ মাস আত্মগোপনে থাকতে হয়।
ভুক্তভোগী জমির মালিক জাহাঙ্গীর হোসেন, আব্দুল জলিল ও মারধরের শিকার স্নেহা ইয়াসমিন বলেন, মানিকপুর এলাকায় তাদের জমি জোরপূর্বক দখল করে নেয়া হয়েছে। এই চক্রের সদস্যরা ক্ষমতা ও পেশিশক্তির অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করে চলেছেন।
বক্তারা দ্রুত উজ্জ্বল ও জুয়েলকে ঘাতক দালাল নির্মূল কমিটির পদসহ সাংবাদিক সংগঠন ও ঠিকাদারি লাইসেন্স থেকে অপসারণ এবং তাদের সহযোগী নাসির গংদের আইনের আওতায় আনার দাবি জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com