প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ১:০৯ এ.এম
নান্দাইলে প্রাইভেট কারের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান মামুন (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শনিবার (২০ জুলাই ২০২৫) সকাল ১০টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর মাইজপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহমুদুল হাসান মামুন স্থানীয় মারকাযুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং সম্মানিত শিক্ষক ছিলেন। এমনকি একজন ভালো মানুষ হিসেবে এলাকায় সুপরিচিতি রয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালবেলায় তিনি মাদ্রাসার পাশের সড়কের ধারে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সে সময় ত্রিশাল থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
মাহমুদুল হাসান মামুন চরশ্রীরামপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রইছ উদ্দিন মাস্টারের বাড়ির সদস্য। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসা কর্তৃপক্ষ ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ বিষয়ে নান্দাইল থানা পুলিশ জানিয়েছে, প্রাইভেট কারটি জব্দ ও চালককে আঠক করে ঘটনার তদন্তও শুরু হয়েছে।
নিহতের দাফন ও জানাজা নামাজ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানায় স্বজনরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com