প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ১:৩১ এ.এম
পাইকগাছায় একই পরিবারের তিন সদস্যের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

খুলনার পাইকগাছায় অস্ত্র ও ককটেলসহ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) বিকালে উপজেলার নতুন বাজারে প্রধান সড়কের উপর এ মানববন্ধন হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মটবাটী গ্রামের রসময় বিশ্বাস (৫৮), তার ছেলে প্রিতম বিশ্বাস (৩০) ও ভাইপো দেব্রত বিশ্বাস (২৯)। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তৃতা করেন মটবাটী দাখিল মাদ্রাসার সুপার ও স্থানীয় জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, বিপ্লব সরকার, রিংকু মণ্ডল, দীপালী বিশ্বাসসহ অনেকে। তারা দাবি করেন, গ্রেপ্তারের ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত এবং এক ধরনের পারিবারিক বিরোধের জেরে এই ষড়যন্ত্র করা হয়েছে।
বক্তারা জানান, গত ৮ জুলাই রসময় বিশ্বাসের বাড়ির পাশে একটি পুরনো ও অরক্ষিত ঘর থেকে একটি দেশি পাইপগান, কয়েকটি ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ও সেনা সদস্যরা। এরপরই ওই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তারা অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী দিলীপ ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই অস্ত্র ও বিস্ফোরক রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে সংবাদ দেয়, যাতে করে বিশ্বাস পরিবারকে ফাঁসানো যায়।
মানববন্ধনের একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রসময় বিশ্বাসের স্ত্রী ঘটনার বর্ণনা দিতে গেলে দিলীপের ঘনিষ্ঠ সহযোগী মোখলেছুর রহমান কাজল মাইক কেড়ে নিয়ে প্রকাশ্যে তাকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার অবিলম্বে এই ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com