সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গানগর ইউনিয়ন বি এন পির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া পরিষদের আয়োজনে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ ঘটিকায় বালসা বাড়ি বাজারে, বিএনপি নির্বাহী কমিটির সদস্য, বিএনপি'র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও দুই বারের সাবেক এমপি এম আকবর আলীকে মনোনয়ন চূড়ান্ত করায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান কে অভিনন্দন জানিয়ে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বালসা বাড়ির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে এসে শেষ হয়। দুর্গনগর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি, হাজী মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে,বিএনপি'র সাবেক ছাত্রদলের সভাপতি নুরুল আলমের সঞ্চালনায়। এ সময় উপস্থিত ছিলেন,দুর্গানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার আলম, আরও উপস্থিত ছিলো, উপজেলা বিএনপি'র ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com