দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানীর পল্টন মোড়ে। এ ঘটনা ঘটে রোববার (২০ জুলাই) রাত রাত পৌনে ৮ টার দিকে। কেউ এই ঘটনায় হতাহত হয়নি।এসব তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ নাসির উল আমিন।পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ নাসির উল আমিন জানান, রাত পৌনে আটটার দিকে মোড়ে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে বিস্ফোরণগুলো খুব শক্তিশালী ছিল না। বাজির মতো শব্দ হয়েছে, তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা নেই। ঘটনাস্থলে গিয়ে বড় ধরনের আলামতও পাওয়া যায়নি।এ বিস্ফোরণ কে বা কারা ঘটিয়েছে, পুলিশ সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তাদের ধারণা, ককটেলগুলো কেউ দূর থেকে ফাটিয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com