প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৪:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৭:১৫ এ.এম
লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালীন ০৪ (চার) কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০১ (এক) টি মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার।

লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ইং ২০/০৭/২০২৫ তারিখ জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট কর্তৃক লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানাধীন মোগলহাট ইউপির ছয়মাথা ঘাট বাজার হতে অনুমান ২০০ গজ পূর্বে ছয়মাথা ঘাট যাওয়ার পাকা রাস্তার উপর জনৈক প্রদীপ কুমার এর বসত বাড়ির সামনে হতে গ্রেফতারকৃত আসামী ০১। অমল বিশ্বাস (৩৫) ও পলাতক আসামী ২। শ্রী শান্ত কুমার (২২)-দ্বয়ের ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ০৪ (চার) কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদককে না বলুন
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com