প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৪:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৭:২১ এ.এম
নওগাঁর মহাদেবপুরে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মহাদেবপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন এর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, মারপিট ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ১৮ জুলাই উপজেলার হাতুড় ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মোঃ কফিল উদ্দীন, ছেলে মোঃ ফিরোজ হোসেন (৩০), বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানা একটি অভিযোগ দায়ের করেন। এরা হলেন, মহিষবাথান বাজার এলাকার মৃত খয়বর আলীর ছেলে মোঃ মতিন মন্ডল (৪০) ও মোঃ মোরশেদ (৩৫) মোঃ পরাগ (৪০) মোঃ লবির উদ্দীন (৪০)।
ভুক্তভোগী ফিরোজ হোসেনের জানান, তফসিল বর্নিত সম্পত্তি কবলা সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘ দিন যাবৎ ভোগ দখল করিয়া আসছে। এমত অবস্থায় বিবাদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন ৫তাং এরপর থেকে দলীয় প্রভাব প্রতিপত্তি খাটিয়ে পূর্ব বিরোধের জের ধরে মহাদেবপুর, ইউনিয়ন-হাতুড়, মৌজা-মহিষবাথান, খতিয়ান নং-৪০০, দাগ নং-২৬, মোট জমির পরিমান ২৭ ডেঃ। খতিয়ান নং-৪০০, দাগ নং-১২৫, মোট জমির পরিমান ৪০ ডেঃ জমি জোর পূর্বক দখল চেষ্টা মারপিট ও হত্যার হুমকি প্রদান করিতে থাকে। নিরুপায় হয়ে মহাদেবপুর থানায় আসিয়া একটি অভিযোগ দায়ের করি। স্থানীয় মোঃ ফারুক হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল বারী, আশরাফুল জানান আমরা দীর্ঘদিন ধরে এই জমিগুলো ফিরোজ ভোগ দখল করে আসছে। বিভিন্ন সময় ফিরোজের জমি সহ আরো বেশ কিছু লোকের দখলে সম্পত্তি আব্দুল মতিন কবলা করেছে বলে তার বাহিনী দিয়ে দখলে নেওয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এ ঘটনাই এলাকা জুড়েই ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা আরো জানান দায়িত্বশীল একজন ব্যক্তির এমন আচরণে অতিষ্ঠ এলাকাবাসী। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো জমি দখলের চেষ্টা ও মারপিট করিনি। আমি ২৪ সালে জমি কিনেছি যার খাজনা, খারিজ সব রয়েছে। সেই জমিতে হাল চাষ করতে গেলে তাঁর আমার শ্যালক কে মারপিট করে আহত করে। এ ব্যাপারে মহাদেবপুর থানার এসআই সোহাগ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, উভয় পক্ষ অভিযোগ করেছেন, দুই পক্ষকে নিয়ে বসতে হবে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। উভয়পক্ষ লিখিত অভিযোগ করেছেন, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোঃ রায়হান আলী নওগাঁ তাং ২১.০৭.২৫
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com