গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা জিয়াউল হাসান স্বপনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। স্বপন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, জিয়াউল হাসান স্বপন পেশায় একজন আইনজীবী। তিনি সাবেক বিএনপি নেতা পরিচয়ে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র ও বিএনপি নেতাকর্মীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামি করে আদায় করতেন মোটা অংকের টাকা, স্বপনের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আসামি হিসেবেও নাম রয়েছে, তার বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলা রয়েছে, তবে দুটি মামলায় তিনি জামিনে ছিলেন। রোববার রাতে স্বপনকে থানায় এনে জিজ্ঞেসবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।এরআগে, পুলিশের সাতদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে রোববার একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে রাতেই তাকে টঙ্গী পূর্ব থানায় নিয়ে আসা হয়।এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলা রয়েছে। মামলার প্রয়োজনে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com