তথ্যপ্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে সাধারণ জনগণের কাছে পুলিশি সেবা আরও সহজলভ্য করতে ঝিনাইদহ জেলার ৬টি থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল ২১ জুলাই ২০২৫ ইং সোমবার রাত ১২টা ১ মিনিটে সদর থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনজুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.মাহফুজ হোসেন,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সদর থানার অফিস এনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, এসআই শামসুজ্জোহা, এসআই জহুরুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এখন থানায় সশরীরে উপস্থিত না হয়েও ঘরে বসে সব ধরনের জিডি করা যাবে। পুলিশি সেবা অতি দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই কার্যক্রম চালু করা হচ্ছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। যে কেউ ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে অনলাইন জিডি করতে পারবে। এখন নিখোঁজ ব্যক্তিসংক্রান্ত তথ্যসহ মোট ২৯টি অধর্তব্য অপরাধের বিষয়ে অনলাইন জিডি করতে পারবে মানুষ। এই অ্যাপটিতে সব তথ্য রয়েছে। এতে সহজেই মানুষ জিডি করতে পারবে, ফলে ভোগান্তি কমবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com