সারা বছর বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে একুশে জুলাই (সোমবার) উলুকান্দি ফালাহুন নিসা মহিলা মাদরাসা ও এতিমখানা বাঞ্ছারামপুর এবং নগরীর চর মাদ্রাসায় কিছু বৃক্ষ রোপন করেছে। ভিলেজ ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।এই ফাউন্ডেশ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর মূল কার্যক্রমের মধ্যে রয়েছে: শিক্ষা প্রসার, পরিবেশ রক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তোলা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং রক্তদান কর্মসূচির আয়োজন ইত্যাদি। তারা মনে করেন "একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, দেয় আশা, জীবন ও টেকসই আগামীর পথ!" এই চিন্তা ধারাকে সামনে রেখে তারা বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় তারা ইতিমধ্যেই বাঞ্ছারামপুরের বিভিন্ন ইউনিয়নে মানুষের সেবা করে আসছে এবং মানুষের স্বাস্থ্য সুস্থতা ঠিক রাখার এবং পরিবেশ রক্ষার জন্য সবুজ শ্যামল গাছ লাগাচ্ছে। এই ফাউন্ডেশন বিভিন্ন দুর্যোগ এর সময় তাদের সাধ্য অনুপাতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই ফাউন্ডেশন টি "শিক্ষা, শান্তি ও মানবতার কল্যাণে আগামীর পথে।" স্লোগানটিকে সামনে রেখে তাদের কার্যক্রম প্রতিষ্ঠালগ্ন থেকেই চালিয়ে যাচ্ছে। এবং দেশের মানুষের আশা ভরসার জায়গাটুকু দখল করতে সক্ষম হয়েছে।সংস্থাটি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত এবং জাতীয় পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে, যা এর কর্মকাণ্ডের সাফল্যের স্বীকৃতি হিসেবে বিবেচিত।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com