প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ১:০৩ পি.এম
খাগড়াছড়িতে এনসিপির পদযাত্রা

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে বসবাসকারী যে-ই হোক না কেন — পাহাড়ি হোক কিংবা বাঙালি — প্রত্যেক জনগোষ্ঠীই বঞ্চনার শিকার। তাই উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সকল জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলা অপরিহার্য।
সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুরে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। পদযাত্রাটি চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, এবং পরিচালনা করেন সংগঠনের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম। এতে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, খাগড়াছড়িকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে এনসিপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংখ্যাগত দিক থেকে কেউ কম বা বেশি হোক না কেন, নীতি নির্ধারণে সকল জাতিগোষ্ঠীর স্বার্থকে সমানভাবে গুরুত্ব দিতে হবে।
সমাবেশে জেলার ৯টি উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে মাইলস্টোন কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে বিশেষ মুনাজাত করা হয়।
এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি পৌঁছান এবং কর্মসূচি শেষে ফেনীর উদ্দেশে রওনা হন, যেখানে পরবর্তী কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খাগড়াছড়ি জুড়ে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা; পুলিশ, সেনাবাহিনী ও এপিবিএন সদস্যরা নিরাপত্তায় দায়িত্ব পালন করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com