প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৮:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ১০:৪৩ এ.এম
জনস্বাস্থ্য রক্ষায় সাতক্ষীরায় বিজিবির টাস্কফোর্স অভিযান: নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ফার্মেসীকে জরিমানা

টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ বা মেয়াদ উত্তীর্ণ তারিখের পর কোন ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ও (গ) ধারা মোতাবেক মেসার্স ইয়ানা ফার্মেসী এর মালিক মোঃ সজিব হোসেনকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলাধীন ভোমরা ফল মোড় বাজার এলাকার কিছু অসাধু ব্যবসায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি করে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এমন তথ্যের ভিত্তিতে আজ দুপুর ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম সুগন্ধা, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ক্যাপ্টেন শাদমান সাকিবসহ ১৫ জন বিজিবি সদস্য, ঔষধ প্রশাসন, সাতক্ষীরার ঔষধ পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন এবং ৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ভ্য জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে। তাই জনস্বার্থে বিজিবির এই ধরনের অভিযানকে স্থানীয় জনসাধারণ সাধুবাদ জানিয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com