প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৯:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ১১:৫৯ এ.এম
লালমোহন পৌরসভা তে জমি দখল করা অভিযোগ পাওয়া গেছে ইমাম এর বিরুদ্ধে

ভোলা জেলাধীন লালমোহন পৌরসভা ৬ নং ওয়ার্ড, উত্তর বাজার, আবাসিক এলাকার জমি দখল করা অভিযোগ পাওয়া গেছে।
গতো ২১ জুলাই সকাল ৯ টার সময় মো নয়নীগ্রামের ৪ নং ওয়ার্ড লালমোহন পৌরসভা এর বাসিন্দা মোঃ আবঃ করিম নামের ব্যাক্তি এ স্থানীয় সন্ত্রাসীদের কে নিয়ে জমি দখল করেন।
যে জমি টি দখল করেছেন বর্তমান ঐ জমির মালিক মোঃ জুয়েল ভূইয়া, জুয়েল ভূইয়া বলেন আমার সাথে করিম সাহেবর সাথে কোনো জমি জমা বিষয় বা টাকা পয়সার কোনো লেনদেনের সম্পর্ক নেই। আমার খরিদকৃত জমির পাশে তার জমি আছে কিন্তু সে জমি আমার এলাকার মোঃ বেলায়েত পাটয়ারী ও মোঃ আজগর এই ২ জনের কাছে বিক্রি করেন কিন্তু এখন আমার জমি জবরদখল করে নেন।
আমি গতো ১ বছর জাবত রাজধানী ঢাকায় অবস্থান করছি তাই এই সুযোগ পেয়ে আমার খরিদকৃত (ডিসিয়ার) জমি দখল করেন।আমাদের প্রতিনিধি এ বিষয়টি জেনে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম স্যার এর সাথে যোগাযোগ করলে বলেন এই জমি সংক্রান্ত একটি ফোন করা হয়েছে কিন্তু এখন পযন্ত সরাসরি থানা কোন অভিযোগ দাখিল করেননি, অভিযোগ যদি পাই তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com