মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় জামাতী ইসলামীর সম্মানিত আমীর ডাঃ শফিকুর রহমান কবর জিয়ারাতে আসেন খুলনা জেলার দাকোপ থানা আমির মাওলানা শহীদ আবু সাঈদ গত ১৯ শে জুলাই ঢাকা সম্মেলনে যাওয়ার সময় রোড এক্সিডেন্টে শাহাদাত বরণ করে। পরে তাকে নিয়ে কাফেলা তার বাড়িতে এসে দাফন সম্পন্ন করেন । জামায়াতী ইসলামী র আমি আজ তার কবর জিয়ারতের জন্য দাকোপ উপজেলায় চলে আসে। শহীদ জনাব আবু সাঈদ এর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন ।ডঃ শফিকুর রহমান সাহেব শোক সম্ভ্রান্ত পরিবারের সান্তনা দেন এবং সমবেদনা জ্ঞাপন করেন ।সাথে ছিলেন সম্মানিত জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।জনাব শফিকুর রহমান পরে তিনি এক পদোসভায় আংশ গ্রহন করেন । এবং শহীদ আবু সাঈদ এর জন্য দোয়া ও মাগফেরাত কামনা করেন । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর জামাতী ইসলামীর সম্মানিত আমীর জনাব ইলিয়াস হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জামাতী ইসলামীর জাতীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com