প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৪:২৭ এ.এম
নড়াইলে দুধ দিয়ে গোসল করে ইউনিয়ন ছাত্রলীগ নেতার পদত্যাগ

দল করে শুধু ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন নড়াইল সদর উপজেলার এক ছাত্রলীগ নেতা। তাঁর নাম সাজ্জাদুল ইসলাম। তিনি উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
আজ মঙ্গলবার বিকেল পাঁটার দিকে ওই ইউনিয়নের আগদিয়া গ্রামে নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিক ও লোকজন ডাকেন তিনি। এরপর বালতি ও এক গামলা ভর্তি দুধ দিয়ে গোসল করতে করতে কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সাজ্জাদুল। একইসঙ্গে ছাত্রলীগ তথা আওয়ামী লীগ এবং আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে ভবিষ্যতে রাজনীতি না করার ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, 'আমি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু বর্তমান দলটির জ্ঞানহীন রাজনৈতিক স্বেচ্ছাচারিতা আমাকে বারবার মানসিক, শারিরীক, সামাজিক ও পারিবারিকভাবে আঘাত করেছে। দলের কারণে আমি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি, যা আমার আগামীর জন্য মোটেও শুভ হবেনা বলে মনে করি। আমি বিশ্বাস করি, সর্বাগ্রে মানুষের জীবন, আত্মসম্মান, ব্যক্তিত্ব ও পারিবারিক দায়িত্বই প্রধান কাজ। তাই আমি সজ্ঞানে স্বেচ্ছায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিচ্ছি। আজ থেকে সংগঠনের সঙ্গে আমার কোনো প্রকার সম্পর্ক থাকবে না।'
তিনি বলেন, 'ক্ষমতায় থাকাকালীন সময়ে দলের কোন সুযোগ-সুবিধা পাইনি এবং প্রভাব কাটিয়ে কারো কোনো ক্ষতি করিনি। কিন্তু সরকার পতনের পর আমার বাড়ি হামলা-ভাঙচুর হয়েছে। আমাকে মারার চেষ্টা করা হয়েছিল। এরপর ঘটনায় জড়িত না থেকেও নাশকতার মামলায় জেল খেটেছি। জেলে থাকা অবস্থায় আমার বাবা মারা গেছে। এসব কারণে আজ দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিলাম। খুব শিগগিরি লিখিত পদত্যাগপত্র জমা দেব। '
সাজ্জাদুলের এ কাজকে স্বাগত জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁর ফুফু সোনিযা বেগম বলেন, দুধ দিয়ে গোসল করে আমার ভাতিজা পদত্যাগ করিছে, আর রাজনীতি করবে না। দল করতি যায়ে আমরা সবদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি। গত বছর ৫ আগস্টের পর সাজ্জাদুল জেল খেটেছে। এসময় ওর বাবা মারা গেছে। যার কারণে ও সিদ্ধান্ত নেছে রাজনীতি না করার।
দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ এবং রাজনীতি ছাড়ার ঘোষণার এ দৃশ্য দেখতে ভিড় করেন পথচারী এবং আশেপাশের লোকজন। তাঁদের মধ্যে একজন পথচারী আরাফত মোল্যা বলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন দেখি ওনি দুধ দিয়ে গোসল করতিছে। পরে জানতে পারলাম এভাবে উনি ছাত্রলীগ থেকে পদত্যাগ এবং রাজনীতি ছাড়ছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com