প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৬:০৭ এ.এম
মাইলস্টোন ট্রাজেডি, হৃদয়বিদারক পরিবেশে বরিশালে সামিউলের দাফন সম্পন্ন

ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিউল করিমের লাশ গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে দাফন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় বরিশালের স্থানীয় চাঁনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে সামিউলের নানার বাড়ি দেশখাগকাটা গ্রামে তাকে দাফন করা হয়। মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নম্বর খরকি ওয়ার্ডের শামিম চৌকিদারের ছেলে সামিউল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। স্কুলছাত্রের আকস্মিক মৃত্যুতে গোটা দেশের মতো গোটা উপজেলা জুড়েও শোকের আবহ বিরাজ করছে। এবং তাকে শেষবারের মতো দেখতে হাজার হাজার মানুষ বাড়িতে ভিড় করে।সবকিছু মিলিয়ে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। জানা গেছে, শিশু-সন্তানকে হারিয়ে তার বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। সামিউলের নানা আবু জাহের মালও আদরের নাতিকে হারিয়ে দিশেহারা। তিনি জানান, এই মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।বৃদ্ধ জাহের মাল বলেন, তার নাতির মতো আর যেনো কোনো শিশুর প্রাণ এভাবে অবলীলায় ঝরে না যায়। এবং সরকারের কাছে আবেদন রাখেন, জনবসতিপূর্ণ এলাকাসমূহে যেনো প্রশিক্ষণ বা যুদ্ধ বিমান চালানো রোহিত করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com