প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৬:১৮ এ.এম
গাছের সাথে এ কেমন শত্রুতা! লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলল প্রতিপক্ষরা

পিরোজপুর নেছারাবাদের আরামকাঠিতে দিনে দুপুরে মানিক হালদার নামে এক কৃষকের কলা বাগানের সমস্ত কলাগাছ কেটে খেলার অভিযোগ প্রতিবেশী মনোজ ঘরামী ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত মনোজ ঘরামী উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আরামকাঠি গ্রামের মৃত মনিন্দ্র ঘরামীর ছেলে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এ বিষয়ে ভুক্তভোগী মানিক হালদার নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী মানিক হালদার অভিযোগ করে বলেন, আমাদের প্রতিবেশী মনোজ ঘরামীর সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। আমার ক্রয়কৃত এক বিঘা জমির আমি সাব কবলা সূত্রে মালিক। এই জমি আমি দীর্ঘদিন ভোগ করে আসছি। কিন্তু জোরপূর্বক আমার সম্পত্তি ভোগ দখল ও গাছপালা কেটে নেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করে আসছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ মীমাংসা হলেও প্রতিবেশী মনোজ ঘরামী তা মানছিল না। তাই আমার ভোগ দখলীও জায়গায় রোপনকৃত নারিকেল, আমড়া, আম চারা সহ কলাগাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে আমার প্রতিবেশী মানোজ ঘরামী। আমি এই অন্যায়ের বিচার চাই।স্থানীয় জনপ্রতিনিধি মো. নকিতুল্লাহ বলেন, জায়গা জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ আছে তাই বলে গাছ কেটে ফেলা ঠিক হয়নি। গাছের সাথে এ কেমন শত্রুতা! গাছগুলোর কি অপরাধ ছিল। এ ঘটনা যে ঘটিয়েছে তার বিচার হওয়া উচিত।
এ বিষয়ে অভিযুক্ত মনোজ ঘরামী বলেন, ওই জায়গা আমি ক্রয় করেছি। কাগজপত্র অনুযায়ী ওই জায়গার মালিক আমি। অনেকবার জায়গা দখল নেয়ার চেষ্টা করেছি তারা আমার কথা শুনছে না। তাই গাছ কেটে ফেলে আমি আমার জায়গা দখল নিয়েছি। এছাড়া জায়গা দখল করার আমার কোন পথ ছিল না।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ মো. বনি আমিন জানান, এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com