প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৬:২২ এ.এম
কুয়েট বন্ধের পাঁচ মাস: হতাশ অভিভাবকরা, দ্রুত কার্যক্রম চালুর দাবি গার্ডিয়ান ফোরামের

টানা পাঁচ মাস ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বন্ধ থাকায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাড়ে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী ও তাদের পরিবার। দীর্ঘমেয়াদি এই অচলাবস্থার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকায় অবস্থানরত কুয়েট শিক্ষার্থীদের অভিভাবকরা।
এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এবং শিক্ষা কার্যক্রম সচল করতে মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ঢাকাস্থ কুয়েট গার্ডিয়ান ফোরাম। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফোরামের নেতৃবৃন্দ আনোয়ার হোসেন, হাসান জুলকারনাইন, মো. জসিম উদ্দিন ও বিকাশ কুমার শীল।
স্মারকলিপিতে গার্ডিয়ান ফোরাম উল্লেখ করে, “দেশের অন্যতম প্রকৌশল ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কুয়েট দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক শিক্ষার্থী হতাশায় ভুগছে, মানসিক চাপেও রয়েছে অনেকে।”
তারা জানান, “২০১৯ সালে যারা কুয়েটসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি হয়েছিল, তাদের অনেকেই ইতোমধ্যে উচ্চশিক্ষা বা কর্মজীবনে প্রবেশ করেছে। অথচ কুয়েট শিক্ষার্থীরা এখনও অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। এতে শুধু তাদের নয়, অভিভাবকদেরও চরম মানসিক চাপের মধ্যে দিন কাটছে।”
ফোরামের ভাষ্য, এই অচলাবস্থায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে, তৈরি হচ্ছে ভয়াবহ সেশনজট, বাধাগ্রস্ত হচ্ছে গবেষণা ও প্রকৌশল শিক্ষার গুণগত মান। আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
এমতাবস্থায় অবিলম্বে কুয়েটে উপাচার্য নিয়োগ দিয়ে একাডেমিকসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম চালু করার দাবি জানিয়েছে কুয়েট গার্ডিয়ান ফোরাম। এর আগে তারা একই দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবরও স্মারকলিপি দিয়েছিল।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com