ভোলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণের জাল টাকাসহ দেবর-ভাবি আটক করেছে লালমোহন থানা পুলিশ। সোমবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার ১০০টি এবং পাঁচ শ' টাকার ৩০টি জাল নোট উদ্ধার করা হয়।আটকেরা হলেন- লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান কান্দি এলাকার মো: জুয়েলের স্ত্রী মোসা: সুমি বেগম (২৫) ও মো:তাজউদ্দিনের ছেলে মো: মার্শাল (২০) বিষয়টি নিশ্চিত করেন লালমণ থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গজারিয়া এলাকায় জাল টাকা বন্টন করা হচ্ছে পরে সেখানে এসআই আবু ইউসুফ মফিজুল ইসলাম ও এস আই গোলাম কিবরিয়া সহ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করতে সক্ষম হয় এ সময় তাদের কাছ থেকে মোট এক লাখ ১৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয় তিনি আরো বলেন আসামি দুইজন সম্পর্কে দেবর ভাবি তারা প্রতি ১ লক্ষ টাকার জাল টাকার নোট বিক্রি করতেন ২৫ হাজার টাকা আটক দুইজন জাল টাকার কারবারের সাথে জড়িত এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com