প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৬:৩৬ এ.এম
বরিশালে শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে প্রায় ৮ ঘণ্টা পর অবরোধ তুলে নিল; যান চলাচল স্বাভাবিক

প্রায় ৮ ঘন্টা অবরোধের পর শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও প্রশাসনের আশ্বাসে বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। দাবি আদায়ের শর্তে আগামীকাল বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯ টা পর্যন্ত সময় বেঁধে দেয় তারা।
এর আগে, মঙ্গলবার বেলা ১২ টার দিকে যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতদের সঠিক হিসাব ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনের মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এদিকে অবরোধের পাশাপাশি দুর্ঘটনায় নিহতের গায়েবানা জানাজা নামাজ আদায় করেন শিক্ষার্থীরা। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রকৃত হতাহতদের তথ্য দেয়া হচ্ছ না। অনেক স্বজন তাদের সন্তানদের এখনো খুঁজে পাচ্ছে না। এ সময় তারা গভীর রাতে পরীক্ষা পেছানোর ঘটনার প্রতিবাদ জানান তারা।
বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী জানান, শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া মৌখিকভাবে জানিয়েছে। তারা আজ সকাল সাড়ে ৯ টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com