প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৮:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৬:৪৩ এ.এম
মেলান্দহে হার্ডবোর্ডের চাপা পড়ে ১জনের মৃত্যু

জামালপুরের মেলান্দহ চিশতি সুপার মার্কেটের দোকানের গোডাউনে স্তূপ করে রাখা হার্ডবোর্ডের চাপা পড়ে মোস্তাক আহমেদ মুস্তাকিন (৪৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২২ জুলাই রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক আহমেদ মুস্তাকিন পৌরসভার চাকদহ সরদারবাড়ী এলাকার আজিজুল হকের ছেলে মেলান্দহ বাজারের সরকার থাই এন্ড গ্লাসের মালিক।
ব্যবসায়িরা জানান-রাতে দোকানে কয়েকজন গ্রাহক মালামাল কিনতে আসে । এসময় দোকানের গোডাউনে গিয়ে বোর্ড টান দিতে গেলে অসতর্কভাবে রাখা ভারী হার্ডবোর্ডের একটি স্তূপ তার ওপর ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
ব্যবসায়ীর এমন অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম জানান- দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com