মাইলস্টোন কলেজ দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনামোঃ ইমন (ভোলা) (লালমোহন) বিশেষ প্রতিবেদক:ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও পাইলটসহ প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা শাখা । এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আজ আসরের নামাজের পর ভোলায় ইসলামী ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার অর্থ সম্পাদক মাওলানা আল আমিন, পৌরসভা শাখার সভাপতি জিহাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, “মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া এ দুর্ঘটনা সমগ্র জাতিকে গভীরভাবে শোকাহত করেছে। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এসময় রাষ্ট্র ও সমাজের সর্বস্তরের মানুষকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।”দোয়া ও মোনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং তাঁদের পরিবার-পরিজনের জন্য ধৈর্য ও সহনশীলতা কামনা করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com