পাবনা জেলার সাথিয়া উপজেলা ক্ষেতু পাড়া ইউনিয়নে বালিয়া কান্দি, আলহেরা পরশ মণি হিফজুল কোরআন মাদ্রাসা ওএতিম খানার জন্য সাহায্যের আবেদন করেছেন উক্ত মাদ্রাসার কর্তৃপক্ষ। উক্ত মাদ্রাসার ছাত্র সংখ্যা আছে ৩০ জন।এই মাদ্রাসা নিজস্ব জমি রয়েছে ১০ শতাংশ। অর্থের অভাবে ছাত্রদের জন্য ঘড় নির্মাণ করা সম্ভব হচ্ছে না।সেই কারণে হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রউফ সাহায্য চাইলেন,দান শিল মানুষের কাছে।এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ শেখ, ইউনুস মোল্লা, আব্দুস হামিদ, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অর্থের অভাবে নির্মাণ বন্ধ হয়ে আছে বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। এখানে ছাত্র ৩০জন কিন্তু মাদ্রাসা শিক্ষা কার্যক্রম অনেক ভালো। অর্থের অভাবে এতিম ছেলেদের লেখাপড়ার খরচ যোগাতে পারছেন না। এতিম বাচ্চাদের চরম খাদ্যের সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় এতিমদের পাশে দাঁড়িয়েছেন ওই এলাকায় মুন্নাফ নামে এক ব্যক্তি,তিনি বলেন কেউ যদি এই এতিম বাচ্চাদের একদিনের খাবারের জন্য সাহায্য করতে টাকা পয়সা দিতে পারেন, তাহলে নিন্মে এই বিকাশ নাম্বারে টাকা পাঠানোর জন্য,অনুরোধ জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।বিকাশ নাম্বার ০১৭৬৪২১৮৫৪৭
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com