প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৮:১৫ এ.এম
মাদ্রাসায় যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

ফরিদপুরের সদরপুর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল্লাহ মল্লিক (৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮ টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ মল্লিক ভাঙ্গা উপজেলার সাদিপুর গ্রামের মাসুদ মল্লিক ছেলে। সে মজুমদার বাজার মোহাম্মাদিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্ডেনের নূরানী বিভাগের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল্লাহ প্রতিদিনের ন্যায় সে তার মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে গোয়ালন্দ তাড়াইল আঞ্চলিক সড়কে মজুমদার বাজার নামক স্থানে । রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারা জানান, ঘাতক চালক পূর্ব শৈলডুবী গ্রামের মজিবর মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর।ঘটনা স্থল থেকে অটো বাইক চালক পালিয়ে যায়৷
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়। অটো গাড়ি জব্দ করা হয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।প্রক্রিয়াধীন শেষে পরিবারে কাছে লাশ হস্তান্তর করা হবে ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com