বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়। আজ বুধবার (২৩ জুলাই) সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী চত্বরে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন করেন। নরসিংদী জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগ এর যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সামাজিক বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান, সামাজিক বন বিভাগ নরসিংদী এর সহকারী বন সংরক্ষক কাজী মাহিনুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং বৃক্ষের চারা রোপন করেন। উক্ত মেলায় মোট ২০টি স্টল অংশ গ্রহণ করে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com