প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৮:৩৯ এ.এম
লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার সেক্রেটারী অধ্যাপক মাওলানা রুহুল আমিন। তিনি তার বক্তব্যে সাম্প্রতিক মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক ট্রাজেডিতে গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, "এই ট্রাজেডিতে যেভাবে তরুণ প্রাণ ঝরে গেল, তা পুরো জাতিকে শোকাহত করেছে। এই ঘটনায় আমরা যেমন শোকাহত, তেমনি এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।"
এছাড়াও তিনি লালমোহনের সমসাময়িক সামাজিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মতামত প্রদান করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com