ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ আজাদকে বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।বুধবার সকাল সাড়ে ৯টার দিকে যশোরের বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনের সময় তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতে যাওয়ার উদ্দেশ্যে আব্দুস সামাদ আজাদ পাসপোর্ট জমা দিলে তার নামে “স্টপ লিস্ট”-এর তথ্য আসে অনলাইনে। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। ফলে তাকে সঙ্গে সঙ্গে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল যে ছাত্রলীগের এক নেতা বিদেশ পালানোর চেষ্টা করতে পারেন। সেই অনুযায়ী ইমিগ্রেশনের কর্মকর্তারা সতর্ক ছিলেন। তিনি জানান, স্টপ লিস্টে নাম থাকায় তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানান, আব্দুস সামাদ আজাদকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com