নড়াইলের লোহাগড়া উপজেলার আওয়ামীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনকে গতরাতে ডিবি পুলিশের একটি চৌকস টিম ঢাকা থেকে গ্রেফতার করেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় তিনি আওয়ামীলীগ ক্ষমতায় থাকা আমলে অনেকের কাছ থেকে চাকরী দেবে বলে টাকা নিয়েছেন। এছাড়াও জানা গেছে গতো বছর ৫ আগস্ট জুলাইয়ে ছাত্র জনতার অভ্যথ্যানে লক্ষিপাশায় হামলার নের্তৃত্ব দেন এই প্রভাবশালী নেতা। স্থানীয়রা অনেকেই বলা বলি করছে তার গ্রেফতারে এই জনপদে শান্তি ফিরে আসবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com