প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৭:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ১০:২৪ এ.এম
এসএসসি ২০২৫ পাসকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ

ঐতিহ্যবাহী ও সনামধন্য কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ ক্যাম্পাসের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ২৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ২৭৯ জন কৃতকার্য হয়। উল্লেখযোগ্যভাবে, ১০৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, মেধাবী শিক্ষার্থী সাইয়্যেদা বিনতে শফিক ১২৬১ নম্বর পেয়ে ঝিনাইদহ জেলায় দ্বিতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠান ও জেলার সুনাম বৃদ্ধি করেছেন। অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি সেরা ৭ জন শিক্ষার্থীর হাতে প্রাইজমানি পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এম. মুকুল আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ প্রেসক্লাব, আশরাফুল ইসলাম, সাবেক সিনিয়র শিক্ষক, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আকরাম হোসেন, রিগান, জাহিদুল ইসলাম, এমদাদুল হকসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। জীবনে সফলতা অর্জনের জন্য শিক্ষার বিকল্প নেই। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার ছাপ লক্ষ্য করা যায়। সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সফল।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com