রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এর একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য শিক্ষার্থী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তারুণ্যের আলো যুব সংগঠনের প্রধান উপদেষ্টা, জালাল উদ্দিন রুমি, উপদেষ্টা- ১। মোঃ হাসিবুর রহমান, ২। আবু বকর সিদ্দিক, ৩। ডাঃ ফিরোজ মাহমুদ, ৪। মোতালেব পেয়াদা ৫। মোঃ নজরুল ইসলাম, সভাপতি- মামুন তালুকদার ও সাধারন সম্পাদক- বাবুল পেয়াদা। আজ এক শোক বিবৃতিতে "রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনা মর্মস্পর্শী। আমরা এই মর্মান্তিক ঘটনায় শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছি, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমরা বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থী ও পাইলটের রুহের মাগফিরাত এবং আগুনে দগ্ধদের আশু সুস্থতা কামনা করছি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com