নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হলেন এলাকাবাসী। দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম।মঙ্গলবার (২২ জুলাই) বিকেল পাঁচটার দিকে নিজ বাড়ির উঠানে স্থানীয় সাংবাদিক ও গ্রামবাসীদের উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি। একটি বালতি ও একটি গামলায় রাখা গরুর দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেন সাজ্জাদুল। গোসল চলাকালীন তিনি বলেন, “আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি। এটি আমার জন্য একটি আত্মশুদ্ধির মুহূর্ত। আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নানা সমস্যায় পড়েছি। তাই আর নয়।” তিনি আরও জানান, তিনি মৌখিকভাবে পদত্যাগ করছেন এবং শিগগিরই লিখিতভাবে দলীয় পদ থেকে ইস্তফা দেবেন। একই সঙ্গে প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন না।সাজ্জাদুল ইসলাম কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল এবং তাকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয় বলে একটি সূত্র জানায়। এ বিষয়ে তার পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে রাজনীতির কারণে তিনি মানসিক চাপ ও সামাজিক বিব্রতকর অবস্থায় ছিলেন। তাই তার এমন সিদ্ধান্তে পরিবার সন্তুষ্ট।ঘটনার খবর পেয়ে এলাকার বহু মানুষ সাজ্জাদুলের বাড়িতে ভিড় করেন। কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে নাটক বলছেন, আবার কেউ এটিকে একজন রাজনীতিকের চূড়ান্ত হতাশা হিসেবে দেখছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com