প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ১১:০২ এ.এম
পলিথিন বর্জনে রুপান্তরের ব্যতিক্রমী উদ্যোগে খুশি পাথরঘাটার ব্যবসায়ীরা

বরগুনার পাথরঘাটায় পলিথিন ও প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৩ জুলাই'২৫ মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ব্যবসায়ীদের নিয়ে এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে পরিবেশ বিষয়ক সংগঠন 'রুপান্তর'।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, উপকূল সুরক্ষা আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক শফিকুল ইসলাম খোকন এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফ তৌহীদ। অনুষ্ঠানে রুপান্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশে মূল্যবান বক্তব্য দেন।প্রধান অতিথি মিজানুর রহমান বলেন, “পলিথিন ও প্লাস্টিক জাতীয় পদার্থ মানবদেহ ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এই ক্ষতির মাত্রা দিন দিন বাড়ছে। আমাদের সকলের উচিত পলিথিন ব্যবহার থেকে সরে এসে পরিবেশবান্ধব উপায় খুঁজে বের করা।”বিশেষ অতিথি চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, “পলিথিন বন্ধ করতে চাইলে আগে আমাদের কার্যকর বিকল্পের ব্যবস্থা করতে হবে।পাটের তৈরি ব্যাগ তারই একটি সম্ভাবনাময় সমাধান।”
বিশেষ আলোচক শফিকুল ইসলাম খোকন বলেন, “আমরা কোন না কোন ভাবে প্লাস্টিক দ্বারা ক্ষতিগ্রস্থ হচ্ছি, তাই পলিথিনের লাগাম এখনই টেনে ধরা না গেলে ভবিষ্যতে পরিবেশ ও মানবদেহ ভয়াবহ বিপদের সম্মুখীন হবে।”
বিশেষ বক্তা আরিফ তৌহীদ রুপান্তরকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে আগ্রহ বাড়বে। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য পচনশীল ব্যাগ তৈরির সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিকেও সহায়তা করবে।”অনুষ্ঠানের শেষে রুপান্তরের পক্ষ থেকে পাথরঘাটা বাজারের ৩০ জন ব্যবসায়ীর হাতে ১০০টি করে পাটের ব্যাগ তুলে দেওয়া হয়। এতে ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করেন এবং পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের অঙ্গীকার করেন।এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসীর মধ্যে পরিবেশ রক্ষার নতুন আশা জাগিয়ে তুলেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com