রাজবাড়ীর গোয়ালন্দে ‘দৌলতদিয়ার শিশুদের যৌন শোষণ ও নিপীড়নের চক্র ভেঙে দেয়া’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ ও নারী-শিশুর সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ জুলাই) দুপুরে মুক্তি মহিলা সমিতির (এমএমএস) কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে এমএমএস, সহযোগিতায় তেরে দেস হোমস (টিডিএইচ)।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান।শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন টিডিএইচ’র প্রকল্প ব্যবস্থাপক আকিব বিন আনোয়ার ও এমএমএস’র প্রজেক্ট অফিসার অনিন্দ কুণ্ডু। মৌলিক সুরক্ষা নির্দেশিকা পাঠ করেন টিডিএইচ’র চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর জোনায়েদ মোহাম্মদ আতাউল্লাহ।মুক্তি মহিলা সমিতির সভাপতি শাহনাজ বেগমের সভাপতিত্বে এবং প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম ও নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা প্রমৃখ।প্রধান অতিথি মো. নাহিদুর রহমান বলেন, “যৌনপল্লীর নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। এ ধরনের প্রকল্প সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com