বোনের দেখানো পথে না ফেরার দেশে পাড়ি জমালেন রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্কুল বিভাগের শিক্ষার্থী আরিয়া নাশরাফ নাফি (৯)। বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরিয়া নাশরাফ নাফি (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে (ইন্নালিল্লাহি-----রাজিউন)। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। আগের দিন রাতেই মারা যায় তার বোন তাহিয়া তাবাচ্ছুম নাদিয়া (১৩)ও মৃত্যু বরণ করে। নাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, নাফির শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১১ জন মারা গেল। নাফি মাইলস্টোন স্কুলে কেজী ওয়ান ও বোন নাদিয়া ষষ্ঠ শ্রেণীতে পড়তো। তাদের গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রামে। বাবার নাম আশরাফুল ইসলাম নিরব। তারা সপরিবারে তুরাগ কামার পাড়া এলাকায় বসবাস করতো। বুধবার (২৩ জুলাই) জোহর নামাজের পর জানাযা শেষে তাকে ঢাকার উত্তরার কামার পাড়া এলাকায় নানা বাড়ীর কবরস্থানে সমাহিত করা হয়। একসাথে দুই সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল বাবা-মাসহ পুরো পরিবার।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com