পর্যটন নগরী কক্সবাজারের স্বনামধন্য বিদ্যাপীঠ বর্ডার গার্ড পাবলিক স্কুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল,কক্সবাজার’।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন নামকরণ করা হয়। দেশের জন্য শহীদ এলাহী মনজুর চৌধুরীর অসামান্য ত্যাগ ও দেশপ্রেমের স্মৃতিকে চিরস্মরণীয় রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানা গেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, বিজিবি ৩৪ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এস এম খায়রুল আলম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে কক্সবাজার জেলার শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রীদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজিবি রিজিয়ন কমান্ডার জানান,
বিজিবির তত্ত্বাবধানে পরিচালিত ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল’ ইতোমধ্যেই কক্সবাজার অঞ্চলের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। একাডেমিক ফলাফলের পাশাপাশি সহপাঠ কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এটি একটি আদর্শ শিক্ষালয়ে পরিণত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com