শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জড়াকুড়া আশরাফিয়া দাখিল মাদ্রাসায় ভুয়া পদ সৃষ্টি করে দুই জন শিক্ষক নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ,অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আশরাফুল আলম ২০২৪ সালের আগষ্ট মাসে শাকিল তালুকদার ও কম্পিউটার ল্যাব অপারেটর পদে ও তার স্ত্রী বীথি আক্তারকে ল্যাব সহকারী পদে নিয়োগ দেন। উক্ত মাদ্রাসায় কোন কম্পিউটার ল্যাব নেই। নেই কোন পদ। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আশরাফুল আলম শিক্ষা অধিদপ্তরের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তার যোগসাজশে মোটা অংকের টাকার বিনিময়ে ভূয়া পদ সৃষ্টি করে স্বামী- স্ত্রী দুইজনকে নিয়োগ দেয়া হয়। অভিযোগে প্রকাশ,মাদ্রাসা সুপার আশরাফুল আলম ওই দুই শিক্ষককে জালিয়াতির মাধ্যমে কাগজে কলমে পূর্বে নিয়োগ দেখিয়ে এমপিও ভুক্ত করায় এবং গত এপ্রিল মাসে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আশরাফুল আলম ওই দুই শিক্ষকের নিয়োগের তারিখ থেকে ৯ মাসের হাজিরা খাতার সাক্ষর একরাতেই করিয়ে নেন। মাদ্রার সহকারী শিক্ষক ছামিউল হক, সাবেক অবিভাবক সদস্য আঃ জলিল, ও আনোয়ার হোসেনসহ স্থানীয়রা জানান, এ মাদ্রাসায় ওই দুই পদ নেই, নেই কোন কম্পিউটার।তাদের দাবি ভূয়া পদ সৃষ্টি করে জালিয়াতির মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে ভারপ্রাপ্ত সুপার আশরাফুল আলম গোপনে ওই দুই পদে শিক্ষক নিয়োগ দেন। এর প্রতিকার চেয়ে মাদ্রাসার সাবেক অভিভাবক সদস্য লিয়াকত আলী ২৯ জুন শেরপুর জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার আশরাফুল আলম বলেন সঠিক নিয়ম মেনে ওই দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন বলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অভিযোগটি পাওয়া গেছে। তদন্ত করে সঠিক ঘটনার প্রতিবেদন দেওয়া হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com