প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৫:৫০ এ.এম
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে টলি প্রদান ও আলোচনা সভা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উন্নতমানের ট্রলি প্রদান ও আলোচনা সভা
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীদের উন্নত, দ্রুত ও সুশৃঙ্খল সেবা প্রদান নিশ্চিতের লক্ষ্যে ১৩টি উন্নতমানের ট্রলি প্রদান করেছে সদর উপজেলা প্রশাসন।
বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সদর হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। এরপরই হাসপাতালে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক, পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।
উক্ত আলোচনা সভায় হাসপাতালের সার্বিক সেবা উন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ সৃষ্টির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিশেষভাবে হাসপাতালের সামনের সড়কে যানজট নিরসন, চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য আধুনিক ও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের বিষয়ে মতবিনিময় করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com