প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৫:৫৫ এ.এম
নাসিরনগরে ৩টি দোকানে মোবাইল কোর্টের অভিযান, ১৩ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে গ্যাস সিলিন্ডারের দোকানে ও মুদির দোকানে অভিযান চালিয়ে তিন দোকান মালিককে তের হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকালে উপজেলা সদরের আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন। এসময় শ্রী শ্রী গৌর নিতাই স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এছাড়াও মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। আর জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও খারাপ পণ্যগুলো নষ্ট করা হয়। অপরদিকে গ্যাস সিলিন্ডার বিক্রয় ও পরিবেশের লাইসেন্স না নিয়ে মজুদ ও যথাযথ আইনানুগভাবে গ্যাস সিলিন্ডার মজুদ প্রক্রিয়া অনুসরণ না করার অপরাধে মেসার্স হক ট্রেডার্সকে ৫ হাজার টাকা ও নাহিদুল ভ্যারাইটিস স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেন,বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এসময় নাসিরনগর থানা পুলিশের একটি টীম অভিযানে সহযোগিতা করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com