প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৬:০৯ এ.এম
খুলনায় ট্রলারে অতিরিক্ত যাত্রী বহন: নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু, প্রতিবাদ করায় যুবক মারধরের শিকার

ট্রলারে অতিরিক্ত যাত্রী বহনের কারণে খুলনার রূপসা নদীতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদ করায় রায়হান নামের এক যুবক মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, খুলনা শহর থেকে রূপসার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রলার পশ্চিম রূপসা ঘাট থেকে পূর্ব রূপসা ঘাটে পৌঁছালে অতিরিক্ত যাত্রীর চাপে একটি শিশু নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। একই সময়ে আরেকটি শিশু নদীতে পড়ে যাওয়ার উপক্রম হলে যাত্রী রায়হান ক্ষুব্ধ হয়ে মাঝিদের অতিরিক্ত যাত্রী তোলার প্রতিবাদ করেন।
এ সময় ঘাট এলাকার কয়েকজন ট্রলার মাঝি একত্রিত হয়ে রায়হানকে বেধড়ক মারপিট করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। আহত রায়হানের বাড়ি রূপসা উপজেলার রামনগর গ্রামে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রূপসা নদীর ট্রলারগুলোতে নিয়ম না মেনে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ এবং নিরাপদ নৌযান চলাচলের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com