প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৬:২১ এ.এম
খুলনায় ফাঁকা মাঠে ছুরিকাঘাতে আহত এক যুবক, মাদকসেবীদের বিরুদ্ধে অভিযোগ

খুলনা শহরের খান এ সবুর রোডে ব্রাদার্স ক্লাবের বিপরীতে এক ফাঁকা মাঠে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মো. সাইফুদ্দিন বিশ্বাস টিটু (৪৫)। বুধবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, টিটু প্রতিদিনের মতো ওই মাঠের পাশে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত পাশেই মাদক সেবন করছিল। একপর্যায়ে মাদক সেবনকারীরা টিটুর সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতণ্ডা চলাকালে তাদের একজন টিটুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে টিটুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি হাতে গভীর ক্ষত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক সেবনের সময় কথা কাটাকাটির জেরে টিটুকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ফাঁকা মাঠ ও এর আশপাশে নিয়মিত টহল ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com